ভোটার দিবস উপলক্ষে সোনারগাঁয়ে র‌্যালি ও আলোচনা সভা

ভোটার দিবস উপলক্ষে সোনারগাঁয়ে র‌্যালি ও আলোচনা সভা
ভোটার দিবস উপলক্ষে সোনারগাঁয়ে র‌্যালি ও আলোচনা সভা

ভোটার হবো নিয়ম মেনে ভোট দিবে যোগ্যজনে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় ভোটার দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় সোনারগাঁয়ে ভোটার দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এই দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে বিভিন্ন ব্যক্তিবর্গ ও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালি ও আলোচনা সভা করা হয়। র‌্যালিটি উপজেলা থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) আহসানউল্লাহ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, উপজেলা প্রকৌশলী আজ আরজুরুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল উল হক, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা আল আমিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *