
সোনারগাঁয়ে মাদরাসাতুন নূর আল ইসলামীয়া’য় গতকাল ৬মার্চ সোমবার দিনব্যাপী বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগীত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার উদ্ধবগঞ্জস্থ মাদরাসা ক্যাম্পাসে মাদরাসা কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরে সন্ধ্যায় মাদরাসাতুন নূর আল ইসলামীয়া’র প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল। এসময় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা জাকারিয়া, মাদরাসাতুন নূর আল ইসলামীয়া’র শিক্ষা সচিব হাফেজ মাওলানা বাহাউল হক, মাদরাসার শিক্ষক মাওলানা মইনুল ইসলাম, হাফেজ ক্কারী জুনায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতায় মাদরাসার নূরানী, নজরানা ও হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থীরা হিফজুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন।